Search

শিক্ষার্থীদের জন্য কিছু গুরুতপুন নোটিশ!

  • Share this:
post-title
📛২০২১-২২ শিক্ষার্থীদের জন্য কিছু কথা📛 ১.ওরিয়েন্টেশন ক্লাস কি?? ২.ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে?? উত্তর : ১. ওরিয়েন্টেশন ক্লাস হলো প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে নিজ বন্ধু,প্রতিষ্ঠানের কক্ষ,স্যার, ইত্যাদি র সাথে পরিচয় হওয়া। আর এটা সম্পর্কে না জানাই ভালো। এটা তোমার প্রয়োজন না। আর তোমাদের অনেকে বলতেছে সাত দিন ক্লাস করতে হবে। এটা আসলে একটা গুজব। সাতদিন ভর্তি সময়। যে কোনো একদিন ভর্তি হলেই হবে। যদি এই সাত দিনের এক দিন স্ব শরিরে প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি না হও তাহলে ভর্তি বাতিল বলে গন্য হবে। ২. a.এসএসসি সমমান পরিক্ষার মূল নম্বর পত্র। ( এটাকে দুই কপি ফটোকপি করে সাথে রাখবে। কারণ মূল নম্বর পত্র জমা নিলে তারা সেটা চার বছরের আগে ফেরত দিবে না। তাই তোমার যদি কোনো প্রয়োজনে কোথাও মূল নম্বর পত্র প্রয়োজন হয় এই কারনে ফটোকপি করে রেখে দিবে) b. তোমার তিন কপি ছবি। ( চার কপি নিয়ে আসবে এবং সত্যায়িত করা এমন ) c. প্রশংসা পত্রের ফটোকপি (মেইন কপি ও সাথে নিয়া যাবে। d. ৭০৫ টাকা( ১০০০ টাকা মতো নিয়ে যাবে। কারন এর বেশিও লাগতে পারে) এই গুলো হলেই হবে আর কিছু ই লাগবে না এখন অনেকে বলতে পারো যে আমার এক বড় ভাই বলছে জম্ম নিবন্ধন ও মা বাবার এনআইডি নিতে। এটার উত্তর হবে। হা তুমি সাথে করে নিতে পারো কোন সমস্যা নাই তবে হা এটা লাগবে না যতিও। তবে হা অবশ্যই নিয়ে যাবে। আর হা জম্ম নিবন্ধন ও এনআইডি কার্ডের ফটোকপি নিলেই যতেষ্ট আসা করি সবাই বিষয়ই বুজতে পারছো ধন্যবাদ।
পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তি নোটিশ!

 

Sree Tirtho Kumar Sarkar

Sree Tirtho Kumar Sarkar

I Am A Professional Web Designer And Expert Laravel Web Developer.