Search

সুজানগরে ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে কাঁচারীপাড়ার রওশন ট্রেডার্স

  • Share this:
post-title

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মথুরাপুর শেখ রাসেল স্মৃতি সংঘ নাইট ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় পেয়েই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সুজানগর কাঁচারীপাড়ার রওশন ট্রেডার্স ক্রিকেট টিম।

সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়নের মথুরাপুর উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হওয়া এ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচে নিশ্চিন্তপুর ক্রিকেট একাদশকে পরাজিত করে কাঁচারীপাড়ার রওশন ট্রেডার্স কোয়ার্টার ফাইনালে উঠে।

 রবিবার রাতে অনুষ্ঠিত এ খেলা বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, সুজানগরের ঐতিহ্যবাহী কাঁচারীপাড়া ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, রওশন ট্রেডার্সের কর্ণধার ফিরোজ রানা, আব্দুস সোবাহান, কাঁচারীপাড়া ক্লাবের হিমেল, মিন্টু, বাদশা, সাইফুল, শাহীন, চন্দন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপভোগ করেন।

 এ সময় কাঁচারীপাড়া ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন, সুজানগর পৌরসভার কাঁচারীপাড়ায় অবস্থিত স্যানিটারী, ইলেক্ট্রিক ও টাইলস্ এর পাইকারী ও খুচরা বিক্রয়ের ব্যবসায়িক প্রতিষ্ঠান রওশন ট্রেডার্স এর কর্ণধার ফিরোজ রানা, আব্দুস সোবাহান তারা তাদের ব্যবসার পাশাপাশি স্থানীয় তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলায় অংশগ্রহণ করা সত্যিই প্রশংসার দাবি রাখে।

বিষয়ে রওশন ট্রেডার্সের কর্ণধার ফিরোজ রানা, আব্দুস সোবাহান জানান ব্যবসায়িক চিন্তার পাশাপাশি তরুণ সমাজকে সুস্থ বিনোদন দেবার লক্ষেই মূলত তাদের এই টুর্নামেন্টে অংশগ্রহন করা।

Md Firoz Rana

Md Firoz Rana

I am a professional laravel web developer.