অতিরিক্ত মাদক সেবন ও বারবার যৌতুকের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে সিরাজগঞ্জের সলঙ্গায় নেশাগ্রস্ত বাবার আছাড়ে রাইসা নামের (৩ মাস) এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ মার্চ) দুপুরের দিকে সলঙ্গা থানার সলঙ্গা ইউনিয়নের চৌবিলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তিন বছর আগে রঞ্জু মিয়ার (২৫) সঙ্গে বিয়ে হয় জান্নাতি খাতুনের। তখন থেকেই মাদক সেবন করতেন রঞ্জু। এনিয়ে রঞ্জুর সঙ্গে প্রায় সময় ঝগড়া হতো জান্নাতির। একপর্যায় সন্তান সম্ভবা অবস্থায় জান্নাতি তার বাবার বাড়িতে চলে যান। সেখানে তার একটি মেয়ে সন্তানের জন্ম হয়। গত মঙ্গলবার রাতে রঞ্জু তার স্ত্রী সন্তানকে তার বাড়িতে নিয়ে আসেন। বুধবার (৩০ মার্চ) দুপুরে শিশুটিকে ঘুমে রেখে গোসল করতে যান জান্নাতি। এ সুযোগে রঞ্জু শিশু রাইসাকে কোলে তুলে মাটিতে আছাড় মারেন। একপর্যায়ে লাথিও মারেন। এতে ঘটনাস্থলেই শিশু রাইসার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন রঞ্জু।
এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এলাকাবাসী রাইসার দাদা, দাদি ও ফুফুকে আটক করে সলঙ্গা থানা পুলিশকে খবর দেয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, শিশুটির লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে।