Search

কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর!

  • Share this:
post-title
সড়ক দুর্ঘটনা প্রতীকী ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার ধাক্কায় ফাহিম ইসলাম নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের আড়াজি পাইকডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম আড়াজি পাইকডাঙ্গা গ্রামের আল আমিন হোসেনের ছেলে।

পরিবারের লোকজন ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ দুপুরে আড়াজি পাইকডাঙ্গা গ্রামের সড়ক পার হচ্ছিল শিশু ফাহিম। এ সময় বাবুরহাট থেকে আসা দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফাহিমের মৃত্যু হয়।

চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক উদ্দিন বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনাটি মর্মান্তিক। অটোরিকশাটি আমার জিম্মায় রয়েছে।’

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, অটোরিকশার চালক পালিয়েছেন। পরিবারের সদস্যদের অনুরোধে ওই শিশুর লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Sree Tirtho Kumar Sarkar

Sree Tirtho Kumar Sarkar

I Am A Professional Web Designer And Expert Laravel Web Developer.