Search

হিলিতে ২০ টাকায় নামলো ভারতীয় পেঁয়াজ?

  • Share this:
post-title

মাত্র তিনদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি খুচরা বাজারে আবারো কমলো ভারতীয় পেঁয়াজের দাম। তিন দিন আগে ২৫ টাকা কেজিতে বিক্রি হলেও এখন ২০ টাকা কেজিতে মিলছে ভারতীয় পেঁয়াজ। তবে দেশি পেঁয়াজের দাম না কমলেও বাড়েনি। বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে।

পেঁয়াজের পাইকারি বিক্রেতা শাকিল সুজানগর নিউজকে বলেন, হিলি বাজারে কয়েক দিনের তুলনায় ভারতীয় পেঁয়াজের দাম একেবারে সাধারণ মানুষের হাতের নাগালে এসেছে। আড়তে ১৮ থেকে ২০ টাকা আর খুচরা বাজারে ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ।

তিনি বলেন, দেশি পেঁয়াজের সরবরাহ কম থাকায় এর দাম স্থিতিশীল রয়েছে। বন্দরে ভারতীয় পেঁয়াজ আমদানি বাড়ার কারণে মোকামগুলোতে ভারতীয় পেঁয়াজের চাহিদা বেড়েছে। আগে ভারতীয় পেঁয়াজের আমদানি কম ছিল তাই দাম বেশি ছিল কিন্তু এখন আমদানি বেশি হওয়ায় দাম কমে গেছে।
প্রতি কেজি ২০ টাকায় নেমে এসেছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, গত কয়েকদিন ২৫ থেকে ৩০ ট্রাক পেঁয়াজ ভারত থেকে আমদানি হচ্ছিল। কিন্তু এখন প্রতিদিন গড়ে ৩৫ থেকে ৪০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। সোমবার (১৪ মার্চ) বন্দর দিয়ে একদিনেই ৪১টি ট্রাকে ১ হাজার ১৭৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, হিলি দিয়ে ইন্দোর, নাসিক, গুজরাট, নগর জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। বন্দরে ইন্দোর জাতের প্রতিকেজি পেঁয়াজ (ট্রাকসেল) ২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আগে তা ২৪ টাকা দরে বিক্রি হয়েছে। এছাড়া নাসিক, গুজরাট, নগর জাতের পেঁয়াজ ২৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আগে তা ২৮ টাকা দরে বিক্রি হয়েছিল।

হিলির খুচরা বাজারে প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে।

Sree Tirtho Kumar Sarkar

Sree Tirtho Kumar Sarkar

I Am A Professional Web Designer And Expert Laravel Web Developer.