Search

ফুলবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২!

  • Share this:
post-title

দিনাজপুরের ফুলবাড়ীতে ইট ও আলুবোঝাই পৃথক দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ফকিরপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইটভর্তি ট্রাকের চালক সরোয়ার হোসেন (৪৫) ও সহকারী কে এম সাইফুল ইসলাম বাদশা (৪৮) নিহত হন। নিহত সরোয়ার হোসেন বগুড়া জেলার নন্দীগ্রাম এলাকার নবাব আলীর ছেলে এবং সাইফুল ইসলাম বাদশা নাটোর জেলার সিংড়া থানার জয়নগর কলম গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। আহতরা হলেন আলুর ট্রাকের চালক নওগাঁ জেলার মহাদেবপুর গ্রামের সাইদুল ইসলাম (৪০) ও ট্রাকের সহকারী। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। তাঁদের ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে আশ্রাফুল ইসলাম বলেন, রাত ৩টার দিকে পাবনা থেকে ইটবোঝাই একটি ট্রাক পঞ্চগড়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি আলুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ইটবোঝাই ট্রাকের চালক ও সহকারী নিহত হন। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুরর মামলা দায়ের করা হয়েছে।

 

Sree Tirtho Kumar Sarkar

Sree Tirtho Kumar Sarkar

I Am A Professional Web Designer And Expert Laravel Web Developer.