বর্তমান সমাজে সাফল্য ব্যাক্তিদের পরীক্ষা করে কয়েকটি গুরুত্বপূর্ণ দক্ষতা , যা আপনি সঠিকভাবেই অর্জন করলেই সাফল্য নিশ্চিত।
আধুনিক সমাজ ব্যাবস্থা সর্বত্র ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ত অপরিসীম স্কুল, কলেজ, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য এই দক্ষতা কে কাজে লাগানো হয়। যে কোনো ব্যবসা এখন ডিজিটাল মার্কেটিং করে বেশি আয় বৃধ্যি করা সম্ভব হয়েছে। এই দক্ষতা অর্জনের জন্য একটি ডিভাইস এবং ইন্টারনেট এর সংযোগ দিয়ে দেশে বিদেশে পণ্য বিক্রি করা সম্ভব। এর অনেকগুলি সাব ক্যাটাগরি একঘে যেমন, ফেইসবুক মার্কেটিং, গুগল মার্কেটিং ,ইমেইল মার্কেটিং, সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া মধ্যে যে কোনো একটি ভালোভাবেই শিখলে ডিজিটাল মার্কেটিং করা সম্ভব। ছাত্র জীবনে এই দখকল্যতা অর্জন করলেই আপনার ভবিষ্যত গড়ে যাবে।
ডিজিটাল মার্কেটিং কি ? কিভাবে করতে হয় ? এখন থেকে অর্থ উপার্জন করার জন্য জানতে চাইলে নিচে কমেন্ট বক্স এ জানাতে পারেন। Most useful skills to learn.
4. কন্টেন্ট রাইটিং / CONTENT WRITING :
ছাত্র জীবনে কনটেন্ট রাইটিং ও একটি মুক্তগত পেশা। যে কোনো সময় যে কোনো অভিজ্ঞতার উপর আপনি আপনার লিখনি শক্তি দিয়ে লেখা লেখি কাজ করতে পারেন। এই পেশা টি খুবই সহজ, ছাত্র জীবনে আমরা ইতিহাস, ভূগোল, বাংলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান সোহো অনেক কিছু পৃষ্টার পর পৃষ্ঠা লিখে ফেলি। আপনি যদি এই দক্ষতাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনি সফল ব্যাক্তিদের মাঝে একজন। অনেকে চায় ব্যবসা বাণিজ্য অফীসের কাজে বা অনেক ছোট খাটো কর্মসংস্থানে তাদের নিজেদের সময় বাঁচানোর জন্য ফ্র্রিল্যান্সিং মার্কেটপ্লেস কনটেন্ট রাইটার দের অর্ডার করে।
আপনি যদি সঠিক পদধতিতে সঠিক ভাবে এই দক্ষতা অর্জন করতে পারেন আপনিও তাদের কাজগুলি ঘরে বসে করে দিতে পারবেন। এছাড়াও আপনার নিজ্বস্য ব্লগ ওয়েবসাইট বানিয়ে লেখা লেখির কাজ করে গুগল এডসেন্স এবং এফিলিয়েট মার্কেটিং করে অর্থ উপার্জন করা সম্ভব। এই দক্ষতা আপনার ছাত্র জীবনে গড়তে পারলে আপনার ভবষ্যৎ উজ্জ্বলময়। Best high income skills.
5. কম্পিউটার শিক্ষা / COMPUTER
বর্তমান সমাজব্যাবস্তায় সবকিছু কম্পিউটার কে ঘিরে। ছাত্রজীবনে কম্পিউটার প্রশিক্ষণ প্রতিটি ছাত্রের জন্য বাধ্যতামূলক। সাধারণত যে সব কাজ কম্পিউটার এর সাধারণ বিষয় মাইক্রোসফট ওয়ার্ড , এক্সেল , পাওয়ারপয়েন্ট , ফটো এডিটিং, ইত্যাদি এগুলি শিখে রাখা প্রয়োজন। দৈনন্দিন জীবনে অফিস আদালত কর্মসংস্থানে এই দক্ষতার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। ছাত্র জীবনে কম্পিউটার ভালোভাবে শিখে নিতে পারলেই আপনার ভবিষ্যত এক ধাপ এগিয়ে। Best computer skills to learn