বন্ধুদের নিয়ে স্ট্যাটাস: বন্ধুত্ব আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বন্ধুত্ব ছাড়া জীবন অসস্পূর্ণ। জীবনে চলতে গেলে ভালো বন্ধু খুবই গুরুত্বপূর্ন। সত্যিকারের বন্ধু খুঁজে পাওয়া অনেক কঠিন। কখনও কখনও ভালো কিছু মানুষ কলিজার বন্ধু হয়ে যায়। এই পোষ্টে আপনাদের সাথে বন্ধু নিয়ে কিছু স্ট্যাটাস / উক্তি / কবিতা / ছন্দ (bondhu niye status / ukti / kobita / chondo) শেয়ার করবো।
বন্ধুত্ব মানুষের উপর দুর্দান্ত প্রভাব ফেলে। আমাদের উচিত ভাল মূল্যবোধের ব্যক্তির সাথে চিন্তাভাবনা করে বন্ধুত্ব করা। মানুষ ভাল বন্ধুর সংঙ্গে থাকলে ভাল হয় এবং খারাপের সঙ্গে থাকলে খারাপ হয়ে যায়। স্বামী-স্ত্রীর ভালোবাসার মধ্যেও বন্ধুর মতো সর্ম্পক হওয়া উচিৎ।
সত্যিকারের বন্ধু হ'ল দুঃখের সঙ্গী এবং সর্বদা আমাদের ভুল বা খারাপ কাজ থেকে বিরত রাখে। বন্ধুদের নিজেদের মধ্যে পারস্পরিক সহায়তার বোধ থাকা উচিত। এর জন্য সর্বদা বন্ধুত্ব বজায় রাখতে হবে। উদ্ভিদকে বাঁচিয়ে রাখার জন্য যেমন সার ও জলের প্রয়োজন হয় তেমনি বন্ধুত্ব বজায় রাখতে এর জন্য সহযোগিতা এবং স্যাকরিফাইস প্রয়োজন। বন্ধুত্ব নিয়ে সন্দেহের কোনও জায়গা নেই।
আমাদের প্রিয় বন্ধটিকে যখন আমরা খুব বেশি মিস করি তখন মন ব্যাকুল হয়ে উঠে। সেসময় আমরা ফেসবুক বা সোসাল মাধ্যমে বন্ধুদের নিয়ে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার চেষ্টা করি।
বন্ধুদের নিয়ে সুন্দর সুন্দর স্ট্যাটাস, বন্ধু নিয়ে কষ্টের স্ট্যাটাস, খারাপ বন্ধু নিয়ে স্ট্যাটাস, প্রিয় বন্ধু স্ট্যাটস এবং বন্ধুদের নিয়ে উক্তি, কবিতা, ছন্দ ও কথা নিয়ে আজকের পোষ্টটি সাজানো হয়েছে।
বন্ধু নিয়ে স্ট্যাটাস
ভালো লাগার কিছু স্বপ্ন,,,,,,,,,, মন ছুঁয়ে যায়।
ভালো লাগার কিছু গল্প,,,,,,,,,, জীবন রাঙায়।
ভালো লাগার কিছু মানুষ,,,,,,,,, বন্ধু হয়ে রয়।
ভুলে যেতে চাইলেও তাদের ভুলার মত নয়।।
কিছু রাত স্বপ্নের,,,,,,,,,,,, কিছু স্মৃতি কষ্টের!!
কিছু সময় আবেগের,,,,,,,,,,,,, কিছু কথা হৃদয়ের।
কিছু মানুষ মনের.............,,,,, কিছু বন্ধু চিরদিনের।
বন্ধু কখনও অবহেলা নয়,
বন্ধুকে হ্রদয় মাঝে গেথে রাখতে হয়।
বন্ধু হলো সুখ - দুঃখের সাথী,
এমন বন্ধু রেখো না,,,,,,,,,,,,
যে তোমার করে ক্ষতি।।।
কিছু বন্ধুত্ব টম ও জেরির মতো,,,,,,,,,
তারা,,,,, একে অপরকে জ্বালাতন করে,,, দুষ্টুমি করে,,, মারপিট করে।
কিন্তু একে অন্যকে ছাড়া বাঁচতে পারে না। (প্রিয় বন্ধু স্ট্যাটাস)
কখনও তুমি বন্ধুত্বকে কিনতে পারবে না।
তুমি এটা উপার্জন করে নাও,,,,,,,,,,,,,,।
কেউ যদি সাহায্যের জন্য আসে..........
তখন তুমি পকৃত বন্ধু হয়ে যেও।
জিনিসের পরিবর্তন হতে পারে.......
অর্থের অপচয় হতে পারে............
জীবিকার পরিবর্তন হতে পারে.......
কিন্তু কলিজার বন্ধুত্বের পরিবর্তন হয় না।
আসল বন্ধুত্ব গুলো,,,,,,,,,,
সোশ্যাল মিডিয়াতে বাঁধা থাকে না!
সেগুলো হৃদয়ে থাকে।।।
বন্ধুত্ব আর গোলাপের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো এই যে.......
গোলাপ অল্প সময়ের জন্য টিকে থাকে,,,,,,,,, কিন্তু বন্ধুত্ব হলো চিরন্তর।
মনকে সাহসী করতে সাহায্য করে বন্ধুরা,,,,,
অসম্ভবকে কে সম্ভব করতে সহায়তার হাত বাড়িয়ে দেয় বন্ধুরা।
বন্ধুরা না থাকলে পুরো জীবনটাই অর্থহীন মনে হয়।
বন্ধুত্বের গভীরে জমে থাকা না বলা থেকেই শুরু হয় ভালোবাসা।
কিন্তু,,,,,,,,,,,,,,,,, তাতে বন্ধুত্ব কখনো শেষ হয়না।
দুঃখ আছে বলে সুখের এত দাম........
রাত আছে বলে দিনের এত সুনাম........
সূর্য আছে বলে চাঁদের এত অভিমান,,,,,,,,,
আর বন্ধু তোমরা আছ বলে আমি এই কবিতা লিখলাম।
ব্যর্থতাও সুন্দর লাগে,,,,,,,,,,,,,,,, যখন পাশে বন্ধুরা থাকে।
সাফল্যও কষ্ট দিতে পারে,,,,,,,,
য খন ফ্রেন্ডদের সাথে তা তুমি উদযাপন করতে না পার।
না বলা কথা না বলাই থাকুক,,,,,,,,,,
ভালোবাসা না হয়, বন্ধুত্ব ই বাঁচুক।।।।।
*****মিস ইউ বন্ধু*****
শয়তান যখন নিজে আসার সময় না পায়,,,,,
ঠিক তখনই জীবনে তোর মত কোনো ১ টা ফ্রেন্ড পাঠিয়ে দেয়। 😀 😄(বন্ধু নিয়ে ফানি স্ট্যাটাস)
আমার জীবনে সবথেকে ভালো বন্ধু হলো-
আয়না।
কারন, আমি যখন হাসি তখন সে হাসে না। (বন্ধু নিয়ে কষ্টের স্ট্যাটাস)
আরও পড়ুন - রোমান্টিক স্ট্যাটাস
বন্ধু নিয়ে উক্তি:
মানুষের জীবনে অনেক বন্ধু আসে আবার চলেও যায়,,,,,,,, ,, কিন্তু যারা থেকে যায় তারা ভীষণ দামি।
সত্যিকারের বন্ধু রেগে গেলেও আমাদের সবসময় মানানো উচিৎ,,,, কারন, সে আপনার জীবনের সব রহস্যই জানে।
প্রিয় বন্ধুরা ঝগড়ার পর ক্ষমা চায় না.....,,,,, তারা শুধুমাত্র একে অপরকে ততক্ষণ অবধি,,,,,,,খোঁচায় যতক্ষণ না একজন হেসে দেয় এবং সেখানেই সব ঝগড়া শেষ হয়ে যায়।
যে ব্যাক্তি তোমার বিপদের সময় এড়িয়ে,,,,,,,, সুখের সময় কাছে থাকে, সে তোমার প্রকৃত বন্ধু হতে পারেনা। বরং, যে মানুষটি তোমার বিপদের সময় পাশে থাকে সেই তোমার প্রকৃত বন্ধু।।।।
1টি বই 100টি বন্ধুর সমান। কিন্তু, ১টি সৎ বন্ধু পুরু একটি লাইব্রেরির সমান। (বন্ধুতদের নিয়ে উক্তি)
জীবনে ১টি সৎ বন্ধু পাওয়ার শেষ্ঠ উপায় হলো,,,,,, নিজে ১ টি সৎ বন্ধু হয়ে ওঠা।।।
আমার জীবনে সবথেকে ভালো বন্ধু হলো আয়না,,,,,,,,, কারন, আমি যখন কাঁদি তখন সেই একমাত্র হসে না।
সাফল্য আমাদের নতুন বন্ধু দেয়.,,,,,,, কিন্তু ব্যর্থতা দেখিয়ে দেয় কে প্রকৃত বন্ধু। (বন্ধুত্বের উক্তি)
বন্ধুরা জীবনে সেইসব স্মৃতি তৈরী করতে সাহায্য করে............ যেগুলো মনে করলে পরে নিজেই মনে মনে হেসে ওঠা যায়।।
যে আপনার সুখে খুশি হয়.,,,,,, যে আপনার কষ্টে মন খারপ করে,,,,,, যে আপনার নিরবতার কারন খোজে.,,,,, সেই আপনার সত্যিকারের বন্ধু।
বন্ধু নিয়ে কবিতা:
বন্ধু তোর হাত ধরে..,,,,,,,,, ছুটতে চাই আর একবার।
বন্ধু তোর টিফিন বক্স,,,,,,,,,,, কাড়তে চাই আর ১ বার।
তোর সাথে আমি ভিজতে চাই খুব করে............
শুধু এ