Search

আপনার জীবন বদলে যেতে বাধ্য এই ১০ টা উক্তি পড়লে

  • Share this:
post-title
স্বরূপ দত্ত

২০১৫ তো শেষ হওয়া শুধুই সময়ের অপেক্ষা। আর কটা দিন পরেই শুরু হয়ে যাবে নতুন বছর। আপন করে নেবেন ২০১৬-কে। সেদিন আর তেমন করে মনে পড়বে না হয়তো ২০১৫-কে। নতুন বছরে নতুন করে জীবন শুরু করতে চাইবেন নিশ্চয়ই। তার আগে একটু ভাল করে পড়ে নিন এই ১০ টি উক্তি। যেগুলো হয়তো আপনার জীবনকে বদলে দেবে।

 

১) আপনার আর নতুন করে হারানোর কিছু বাকি নেই। এই সমাজটা আপনাকে নগ্নভাবে দেখে নিয়েছে। তাই শুধু মনের কথা শুনুন। এগিয়ে যান। আপনার নগ্নতা ঠিক পোশাকে ঢেকে যাবে।---স্টিভ জোবস

২) আপনার শরীরই হোক অথবা মন, কোনও জায়গাতেই সীমাবদ্ধতা রাখবেন না। নিজেকে সীমার ওই পাশে নিয়ে যাওয়ার জন্য লড়াই কীসের! কোনও সীমাই তো নেই।---ব্রুস লি

 

৩) সহজভাবে ভাবাই ধর্ম। কোথাও কোনও মন্দিরের দরকার নেই। আমাদের মন আর শরীর, এই দুটোই আসলে মন্দির। এটাই বড় ধর্ম। এটাই বড় জীবনদর্শন।---দলাই লামা।

৪) শত্রুকে ক্ষমা করে দাও। কারণ, তুমি বড় মনের মানুষ তাই নয়। কারণ, শত্রুদের নিয়ে ভাববে, তুমি এতটা পিছিয়ে পড়া মানুষই তো নও।--- অস্কার ওয়াইল্ড

৫) আপনি তো মানুষ। পৃথিবীর সবথেকে শক্তিশালী অস্ত্রটা জন্মসূত্রে পেয়ে গিয়েছেন। অস্ত্রটা হল হাসি। আজ থেকে হাসতে থাকুন। আর হাসি দিয়েই গোটা পৃথিবীটা জয় করে নিন।---মার্ক টোয়েন

৬) তুমি স্বর্গে যেতে চাও? ওখানে ভাল আবহাওয়া-জলবায়ুই পাবে। আর নরকে গেলে? একজন ভাল সঙ্গী পেয়ে যাবে ঠিক।---জেরম কে জেরম

৭) একটা গাছ লাগানোর জন্য তোমার কাছে আদর্শ সময় ছিল, ঠিক ২০ বছর আগে। আবার গাছ লাগাতে চাও? তাহলে সঠিক সময় হবে এটাই। --- ও হেনরি

৮) মানুষের জীবনটা আসলে সাইকেল চালানোর মতো। তোমায় সবার আগে ভারসাম্য বজায় রাখতে হবে। যাতে তুমি পড়ে না যাও। কিন্তু মাথায় রেখো, তোমাকে এগিয়েও যেতে হবে একইসঙ্গে। ---- অ্যালবার্ট আইনস্টাইন

৯) তোমার জীবনের সবথেকে বড় ঝুঁকিটা হল এই যে, তুমি এখনও কোনও ঝুঁকি না নিয়ে বসে আছো। দিব্যি সময় চলে যাচ্ছে! ---কার্ল স্যাগান

১০) একটা জাহাজ ডকে থাকলে দারুণ লাগে দেখতে। নিশ্চিন্তও থাকা যায়। অন্তত ডুববে না। কিন্তু মাথায় রেখো, জাহাজটা সেইজন্য তৈরি হয়নি। --- জন এ সেড

Sree Tirtho Kumar Sarkar

Sree Tirtho Kumar Sarkar

I Am A Professional Web Designer And Expert Laravel Web Developer.