শিক্ষা

সুজানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রশিবিরের মতবিনিময় সভা

সুজানগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ ছাত্রশিবিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সুজানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রশিবিরের মতবিনিময় সভা

পাবনা সুজানগর উপজেলার নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ, নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, সাতবাড়ীয়া ডিগ্রি কলেজ, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুজানগর উপজেলা শাখার নেতাকর্মীরা।

প্রতিটি প্রতিষ্ঠানে গিয়ে তারা এ মতবিনিময় সভা করেন। এ সময় নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শ্রী দিলিপ কুমারসহ নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানগন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল মমিন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুজানগর উপজেলা শাখার সেক্রেটারী সাগরসহ ইসলামী ছাত্র শিবিরের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় বলেন, আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মান করতে চাই, যেই বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না।

এ সময় তারা আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঐক্যবদ্ধভাবে যে বিজয় অর্জিত হয়েছে সেই চেতনাকে রক্ষা এবং সব ধরণের প্রতিবিপ্লব রুখে দেওয়ার জন্য লড়ে যাবেন তারা।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে কারও ওপর অন্যায়ভাবে নির্যাতন, নিপীড়ন, হুমকি কিংবা ট্যাগ-ব্লেইম কেউ করতে না পারে সে বিষয়ে সকল শিক্ষার্থীকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button