ইসলাম

পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে স্মরণকালের সবচেয়ে বড় র‌্যালি করলো সুজানগর উপজেলা জামায়াত

পবিত্র সিরাতুন্নবী(সা.) উপলক্ষ্যে পাবনার সুজানগরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২১ সেপ্টেম্বর) উপজেলা জামায়াতের উদ্যোগে বের হওয়া উপজেলায় স্মরণকালের সবচেয়ে বড় এই বর্ণাঢ্য র‌্যালিটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে উপজেলা জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ অংশ নেয়। এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার আমীর অধ্যাপক কে, এম হেসাব উদ্দিনের সভাপতিত্বে ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক ভিপি খান হাবিব মোস্তফার সঞ্চালনায় র‌্যালি পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান।

অন্যদের মাঝে বক্তব্য দেন বেড়া উপজেলা জামায়াতের আমীর আতাউর রহমান,সুজানগর উপজেলা জামায়াতের সেক্রেটারী টুটুল হোসাইন বিশ্বাস, সুজানগর পৌর জামায়াতের নায়েবে আমীর রফিকুল ইসলাম, সুজানগর পৌর জামায়াতের আমীর ফারক-ই-আযম, বাংলাদেশ মসজিদ মিশন সুজানগর উপজেলা শাখার সভাপতি ও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ¦ হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুল মমিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি দেলোয়ার হোসেন, সুজানগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ালিউল্লাহ বিশ্বাস, সেক্রেটারী তরিকুল ইসলাম, পৌর সভাপতি মির্জা শহিদুল ইসলাম, সেক্রেটারী শাকিল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল মমিন, সেক্রেটারী সাগর ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুজানগর উপজেলা শাখার সাবেক সভাপতি কামরুজ্জামান সোহেল প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান বলেন, মহান আল্লাহ বিশ^নবী হযরত মুহাম্মদ (সা.) কে বিশ্বজগতের রহমত হিসেবে প্রেরণ করেছিলেন। জীবনের সকল পর্যায়ে তিনি অনুকরণীয় আদর্শ রেখে গেছেন। তাঁর জীবনাদর্শ মনে ধারণ করে এবং অনুকরণ করে মানসিক শান্তি অর্জন করার পাশাপাশি সমাজে ন্যায়-বিচার প্রতিষ্ঠা করা সম্ভব।

এ সময় তিনি আরো বলেন, রাসুলের (সা.) সিরাত উদযাপন তখনই স্বার্থক হবে যখন একজন মুসলমান হিসেবে আমরা রাসুলের (সা.) দিকনির্দেশনাসমূহকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারব। মানুষের মুক্তির জন্য হজরত মুহাম্মদ (সা.) যে জীবন ব্যবস্থা নিয়ে এসেছিলেন তা সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে পারব। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে বাঁচতে আমাদের ফিরে যেতে হবে রাসুল (সা.)-এর দেখানো সুমহান আদর্শের দিকে।

অন্য কোনো মত বা পথ এদেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবে না। সভাপতির বক্তব্যে সুজানগর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক কে, এম হেসাব উদ্দিন বলেন, মক্কা-মদিনায় যে আদর্শ প্রিয় রাসুল (সা.) প্রতিষ্ঠা করেছিলেন তার ফল পুরো পৃথিবীবাসী পেয়েছে। আমাদের এই প্রিয় বাংলাদেশর প্রতিটি সমাজ ও রাষ্ট্রে মুহাম্মদের (সা.) আদর্শকে প্রতিষ্ঠা করতে পারলেই এক নিমিষেই সকল সমস্যার সমাধান সম্ভব হবে ইনশআল্লাহ। এ সময় তিনি আরো বলেন,মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ১২ রবিউল আউয়ালে জন্ম ও ওফাত হয়েছিল।

আবার মদিনায় ইসলামী সাম্যের সমাজ প্রতিষ্ঠার সূচনা যে হিজরত, তাও সংঘটিত হয়েছিল এ মাসেই। হজরত মুহাম্মদ (সা.) তার রিসালাতের দায়িত্ব সম্পন্ন করেন দীর্ঘ ২৩ বছর জীবনে। তার জীবনাদর্শে রয়েছে পৃথিবীর সকল মানুষের জন্য সর্বোত্তম আদর্শ।

সিরাতুন্নবী (সা.) অর্থাৎ নবী (সা.)-এর জীবন চরিত্র থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। সত্য ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার জন্য রাসুলের (সা.) সিরাতকে অনুসরণ করে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টা চালাতে হবে। র‌্যালি শেষে সুজানগর উপজেলাসহ পাবনা-২ সংসদীয় আসনের বিভিন্ন ইউনিয়নে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে সুজানগর উপজেলা জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা । শোভাযাত্রায় ৫ শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে অংশ নেয় নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button