সুজানগর পৌর বাজারে ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
সুজানগর পৌর বাজারের পৌরসভার ভবনে বাংলাদেশ ইসলামী ব্যাংক এর নতুন এটিএম বুথের শুভ উদ্বোধন করা হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুজানগর এসএমই/কৃষি শাখার আওতায় মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নতুন এ বুথের উদ্বোধন করেন সুজানগর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব।
ব্যাংকের এফ,এ,ভি,পি ও সুজানগর শাখা ব্যবস্থাপক মোঃ রাশিদুল হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় পৌর সচিব গোলাম নবী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুজানগর এসএমই/কৃষি শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার জালাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিজুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন,ব্যাংক কর্মকর্তা গোলাম ইসহাক, পৌরসভার কঞ্জারভেন্সী ইনস্পেক্টর হাসান উদ্দিন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ব্যাংকের এফ,এ,ভি,পি ও সুজানগর শাখা ব্যবস্থাপক মোঃ রাশিদুল হক বলেন এই এটিএম বুথ থেকে রাত-দিন ২৪ ঘন্টা টাকা উত্তোলন করতে পারবেন গ্রাহকেরা ।