সুজানগরে ৩ কেজি গাঁজা সহ র্যাবের হাতে আটক ১
সুজানগরে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের আন্ধারকোটা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি স্থানীয় আন্ধারকোটা মধ্যপাড়া গ্রামের মৃত রস্তম আলী খানের ছেলে আশরাফুল আলম খান (৪২)।
র্যাব-১২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক (সিনিয়র সহকারী পুলিশ সুপার) আমিনুল কবির তরফদার বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা ৩ কেজি গাঁজা সহ আশরাফুলকে আটক করে।
তাদের বিরুদ্ধে সুজানগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।