সুজানগরে বজ্রপাতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
সুজানগর উপজেলায় বজ্রপাতে নিহত চার ব্যক্তির পরিবারকে সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলী বজ্রপাতে নিহত চার ব্যক্তির পরিবারকে সরকারি এ আর্থিক অনুদান প্রদান করেন।
সুজানগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা জানান, নিহতদের প্রত্যেক পরিবারকে ১৩ হাজার টাকা করে সর্বমোট ৫২ হাজার টাকা প্রদান করা হয়।