সুজানগরে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
সুজানগরে গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। আত্মহত্যা করা স্কুলছাত্রীর নাম মোছাঃ আনমনা খাতুন। সে সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের মধুপুর (মল্লিকপাড়া) গ্রামের আব্দুল আলিম মল্লিকের মেয়ে এবং স্থানীয় মুধুপর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী।
জানাযায় বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সবার অজান্তে নিজ বাড়ীর পরিত্যক্ত একটি ঘরের ডাবের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয় মেয়েটি।
পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে উক্ত ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। তবে কি কারণে মেয়েটি আত্মহত্যা করেছে তার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।