অপরাধ
সুজানগরে আবার শুরু হয়েছে গরু চুরি
বেশ কিছুদিন বন্ধ থাকার পর সুজানগরে আবার শুরু হয়েছে গরু চুরি। বিশেষ করে সুজানগর থানা পুলিশের কার্যক্রমে স্থবিরতা দেখা দেওয়ার সুযোগে একটি সঙ্ঘবদ্ধ গরু চোরের দল আবার গরু চুরি করছে।
সর্বশেষ গত রোববার দিবাগত রাতে চোরের দল সুজানগর চরমানিকদীর গ্রামের জামির শেখের দু’টি হালের বলদ চুরি করে নিয়ে গেছে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়।