সুজানগরের আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি সহ বিভিন্ন উপকরণ বিতরণ
সুজানগর উপজেলার আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। সুজানগর উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদের আয়োজনে আদিবাসী ( নৃ-তাত্ত্বিক) জনগোষ্ঠির আর্থ সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায়, ২০১৯-২০ অর্থবছরে উপজেলার আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি/শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ/ ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী/বাইসাইকেল এবং মশারী বিতরণ করা হয়।

শনিবার (১১ জুলাই ) সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা বৃত্তি সহ বিভিন্ন উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির। উপজেলা নির্বাহী অফিসার রওশন আলীর সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী আবুল হাশেম এর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, সাধারণ সম্পাদক চিত্ররঞ্জন সাহা ও পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।