মুজিববর্ষ ও জাতীয় শোক দিবসে আসিয়াবের বৃক্ষরোপণ
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এনজিও সংস্থা আসিয়াব মাইক্রোফাইনান্স কর্মসূচির উদ্যোগে ও বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় গাছের চারা বিতরণ করা হয়েছে।
সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এককোটি গাছের চারা রোপণের অংশ হিসাবে আসিয়াব মাইক্রোফাইন্যান্স কর্মসূচি সুজানগর শাখার আয়োজনে ১৫ আগস্ট শনিবার নিরাপদ শারীরিক দূরত্ব নিশ্চিত এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্থানীয় কার্যালয়ে এ কর্মসূচী পালন করা হয়।
এ সময় আসিয়াব মাইক্রোফাইন্যান্স কর্মসূচি এর কো অডিনেটর রফিকুল ইসলাম, সুজানগর ব্রাঞ্চ ম্যানেজার উজ্জল হোসেন, পৌরসভার কঞ্জারভেন্সী ইন্সপেক্টর হাসান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সুত্রে জানাযায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এনজিও সংস্থা আসিয়াব মাইক্রোফাইন্যান্স কর্মসূচি এর সকল শাখায় এ কর্মসূচি পালন করা হয় ।