বোনকোলা বাজারে ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের বোনকোলা বাজারে বাংলাদেশ ইসলামী ব্যাংক এর নতুন এটিএম বুথের শুভ উদ্বোধন করা হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুজানগর এসএমই/কৃষি শাখার আওতায় রবিবার (২৫ অক্টোবর) বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নতুন এ বুথের উদ্বোধন করেন মানিকহাট ইউপি চেয়ারম্যান এস এম আমিনুল ইসলাম।
ব্যাংকের এফ,এ,ভি,পি ও সুজানগর শাখা ব্যবস্থাপক মোঃ রাশিদুল হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় বিশিষ্ট সমাজ সেবক মনসুর রহমান (মনো), ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুজানগর এসএমই/কৃষি শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার জালাল উদ্দিন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন,ব্যাংক কর্মকর্তা গোলাম ইসহাক, স্থানীয় এজেন্ট ব্যাংকিং এর আবু বক্কার সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ব্যাংকের এফ,এ,ভি,পি ও সুজানগর শাখা ব্যবস্থাপক মোঃ রাশিদুল হক বলেন বোনকোলা বাজারে অবস্থিত এই এটিএম বুথ থেকে রাত-দিন ২৪ ঘন্টা টাকা উত্তোলন করতে পারবেন গ্রাহকেরা । আর সুজানগর উপজেলার প্রসিদ্ধ বাণিজ্যিক অঞ্চল বোনকোলায় এই এটিএম বুথ উদ্বোধনের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও এক নব যুগে প্রবেশ করল বলেও জানান তিনি।