পাবনা প্রতিশ্রুতি’র আয়োজনে ও (পিকেএসএফ) এর সহায়তায় শিক্ষাবৃত্তি প্রদান
পাবনা প্রতিশ্রুতি’র আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসফে) এর কর্মসূচি সহায়ক তহবিলের আওতায় গত ২৯ জুন ২০২০ তারিখ রোজ সোমবার, ২০১৮ সালে এসএসসি/সমমান পরীক্ষায় উর্ত্তীণ দরিদ্র পরিবারের ১৪ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ২য় পর্য়ায়ে এবং ২০১৯ সালে এসএসসি/সমমান পরীক্ষায় উর্ত্তীণ দরিদ্র পরিবারের ১৪ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ১য় পর্য়ায়ে মোট ২৮ (আঠাশ) জনকে জনপ্রতি ১২০০০/- (বার হাজার) টাকা করে সর্বমোট ৩৩৬০০০/- (তিন লক্ষ ছত্রিশ হাজার) টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
শারীরিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে পাবনা প্রতিশ্রুতির প্রধান কার্যালয়ে আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে নির্বাহী পরিচালক মমতা চাকলাদার তিনি তার বক্তব্যে এই করোনাকালীন সময়ে সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি সমুহ মেনে বাড়িতে অবস্থান পূর্বক লেখাপড়া কারার জন্য শিক্ষার্থীদেরকে পরামর্শ প্রদান করেন।