ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে সুজানগর ছাত্রলীগের আলোক প্রজ্জ্বালন
দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ও এর স্থায়ী অবসানের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আলোক প্রজ্জ্বালন কর্মসূচি পালন করেছে সুজানগর উপজেলা ছাত্রলীগ।
বুধবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় সুজানগর উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। আলোক প্রজ্জ্বলন শেষে মোমবাতি হাতে পদযাত্রা বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

আলোক প্রজ্জ্বালন কর্মসূচিতে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, উপজেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা মন্ডল, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সহ সভাপতি রবিন হাসান সম্রাট, আব্দুস ছালাম, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ সহ উপজেলা ও পৌর ছাত্রলীগের দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।
এ সময় সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন বলেন সকল ধর্ষককে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।