চরভবানীপুর বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন
সুজানগর পৌরসভার চরভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৮ জুন) চারতলা বিশিষ্ট প্রথম তলার এ ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।
এ সময় সুজানগর উপজেলা প্রকৌশলী আবুল হাশেম, চরভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবাব আলী, উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক আজিজুল হক বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
২০১৯-২০ অর্থ বছরের চাহিদা ভিত্তিক সরকারী প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) (এনবিআইডিজিপিএস) এর আওতায় প্রায় ৬৪ লক্ষ টাকা ব্যয়ে এ ভবন নির্মাণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানাযায়।