চরতারাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পাবনা সদর উপজেলার চরতারাপুরে পানিতে ডুবে নিরব হোসেন (১০) নামক এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬আগস্ট) পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কোলচুরী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু কোলচুরী গ্রামের আব্দুস শুকুর মৃধার ছেলে ও স্থানীয় বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী । স্থানীয় লোকজন জানান বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে বাড়ীর নিকটে পদ্মা শাখা নদীতে গোসল করতে গিয়ে শিশুটি ডুবে যায়।
পরে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে নদী থেকে তার মরদেহ উদ্দার করে।